
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে ব্যাপক গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ। তিনি ভোলা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিনি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা-ের প্রচারণা করেন। এসময় তিনি সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি শুক্রবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন ও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন। গত বৃহস্পতিবার তিনি দৌলতখানে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও দৌলতখান পৌর-শহরের নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। বিগত সাড়ে বছর ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে মানুষের কাছে মানবিক চিকিৎসক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, ভোলা-২ আসনের সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন’র জ্যেষ্ঠ পুত্র। ডা. রাজ মানুষের সেবা করার ব্রত নিয়ে ঢাকা থেকে দৌলতখান ও বোরহানউদ্দিনে এসে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ফ্রী মেডিকেল ক্যা¤েপর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে হতদরিদ্র মানুষের মন জয় করে নিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ অসংখ্য অসহায় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন।
অধ্যাপক ডা.আফতাব ইউসুফ রাজ বলেন, আমি ভোলার সন্তান। আমি আমার জন্মভূমির সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। করোনাকালীন সংকটময় সময়ে আমি ভোলার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। বিগত সাড়ে চার বছর ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১:২০:৪৯ ১৫৭ বার পঠিত