আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ’র ব্যাপক গণসংযোগ

প্রচ্ছদ » দৌলতখান » আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ’র ব্যাপক গণসংযোগ
শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে ব্যাপক গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ। তিনি ভোলা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিনি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারে গণসংযোগ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা-ের প্রচারণা করেন। এসময় তিনি সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকসহ বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি শুক্রবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন ও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন। গত বৃহস্পতিবার তিনি দৌলতখানে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও দৌলতখান পৌর-শহরের নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। বিগত সাড়ে বছর ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে মানুষের কাছে মানবিক চিকিৎসক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ।

---

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য, ভোলা-২ আসনের সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন’র জ্যেষ্ঠ পুত্র। ডা. রাজ মানুষের সেবা করার ব্রত নিয়ে ঢাকা থেকে দৌলতখান ও বোরহানউদ্দিনে এসে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ফ্রী মেডিকেল ক্যা¤েপর মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে হতদরিদ্র মানুষের মন জয় করে নিয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ অসংখ্য অসহায় মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন।

অধ্যাপক ডা.আফতাব ইউসুফ রাজ বলেন, আমি ভোলার সন্তান। আমি আমার জন্মভূমির সর্বস্তরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে অভূতপূর্ব সাড়া পেয়েছি। করোনাকালীন সংকটময় সময়ে আমি ভোলার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি। বিগত সাড়ে চার বছর ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:২০:৪৯   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ উদ্বোধন করলেন এমপি মুকুল
ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত
নেয়ামতপুর ভূমির মালিক ব্যবস্থাপনা কমিটি গঠন ॥ মুশফিকুর সভাপতি ॥ শেখ মামুন সম্পাদক
আবারো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন আমেনা ফাহিম
দৌলতখানে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. আফতাব ইউসুফ রাজ’র ব্যাপক গণসংযোগ
বহিষ্কারের কথা শুনে জ্ঞান হারালেন শিক্ষক
দৌলতখানে জেলেকে মারধর করলেন মাঝি
দৌলতখানে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা, ভাংচুর, লুটপাট, যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
দৌলতখানে আওয়ামীলীগের মটরসাইকেল শোডাউন

আর্কাইভ