বোরহানউদ্দিনের নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » নারী ও শিশু » বোরহানউদ্দিনের নারী সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জেলা তথ্য অফিস ভোলা এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের মানিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে মঙ্গলবার, ০৫ সেপ্টম্বর ২০২৩ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফারুক।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়, শিশুর পানিতে ডুবে মরা প্রতিরোধ, তথ্য অধিকার আইন, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ।

---

এছাড়াও গত সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ জেলা তথ্য অফিসের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সানুমিয়া বাড়ির উঠানে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফারুক, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা রেখা বেগম।

বোরহানউদ্দিন উপস্থিত থেকে সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২:৩৬:৪৪   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত
তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ১
লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি উপর দুর্বৃত্তদের হামলা ও টাকা ছিনতাই
ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতখানে নারী সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রচারাভিযান
ইলিশায় পুকুরে নেমে শিশুর মৃত্যু
ফটোসাংবাদিক রানার ছেলের মৃত্যু ॥ শোক প্রকাশ
মনপুরায় পুকুরে ভাসমান অবস্থায় নারীর লাশ উদ্ধার
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে আলোচনা সভা
গঙ্গাপুরে কোমলমতি শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরন

আর্কাইভ