চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নামের (৫) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ৬নং ওয়ার্ডের ২নং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে তার মৃত্যু হয়।
নিহত শিশু ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার আহাম্মদ হোসেনের ছেলে বলে জানা গেছে।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক এস.আই সাজেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নানা বাড়িতে বেড়াতে এসেছে শিশু মোহাম্মদ। সোমবার তার নানুর সাথে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে শশীভূষণ বাজার থেকে নানু বাড়ি ফেরার পথে রিকশা থেকে নেমে রাস্তা পাড় হওয়ার সময় বেপরোয়া গতিতে আশা অপর একটি অটোরিকশা মুহূর্তেই শিশু মোহাম্মদকে ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১:১২:২৮ ১০৫ বার পঠিত