স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় উপজেলা যুবদল সভাপতি সিহাব হাওলাদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। শুক্রবার (০১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরোয়ার আলম খান।
এ সময় তিনি লিখিত অভিযোগে জানান, উপজেলা যুবলীগ সভাপতি তাজু কমিশনার, কামাল কমিশনার, জোয়েব কমিশনার, কামাল পন্ডিত, জুয়েল মেম্বারের নেতৃত্বে ২০০-৩০০ লোক পুলিশের উপস্থিতিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বগি দা, পাইপ, লাঠি, ও দেশী অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের ৫০-৬০ জন কর্মী আহত হয়। এর মধ্যে গুরুত্বর ৪-৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিএনপির নেতাকর্মীরা পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মিলনের বাসায় আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওই বাসায় হামলা চালায়। ককটেল নিক্ষেপ করে এবং বাসার দরজা জানালা ভাংচুর করে। হামলায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ৩জনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, বোরহানউদ্দিন ছাড়াও দৌলতখান, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে হামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কবির হোসেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মনজুরুল আলম ফিরোজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা জোয়েব হাসান পাল্টা অভিযোগ করে জানান, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করছেন।
আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার মোড়ে শান্তি সমাবেশ করছিলেন। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে তাদের ওপর হামলা করলে তারা তা প্রতিহত করেন। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।
বাংলাদেশ সময়: ০:১৮:৫৪ ৪২০ বার পঠিত