বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা

প্রচ্ছদ » খেলা » বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



---

মোকাম্মেল মিশু ॥

আগামী ২২ থেকে ২৬ আগস্ট তাজিকিস্তানের রাজধানী আস্তানাতে অনুষ্ঠিত ‘বিশ্ব যুব জুজুৎসু চ্যা¤িপয়নশীপ’ প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থী ইকরামুল তাহসিম এবং ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া ইসলাম তানহা বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়ন-২৩ এর ‘অনুর্ধ্ব ১৬ ডো-বালক-বালিকা মিক্সড’ ইভেন্টে অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করছে।

উক্ত প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের ৪৮টি দেশ অংশগ্রহণ করেছে। বাংলাদেশের ৭জন প্রতিযোগীসহ মোট ১০জনের ১টি দল চ্যাম্পিয়নশীপে অংশ নেয়।

উক্ত ৭জন প্রতিযোগীর মধ্যে ২জন আমাদের কসমো স্কুল, বনশ্রী ক্যাম্পাসের শিক্ষার্থী ইকরামুল তাহসিম (অষ্টম শ্রেণি) এবং তাসফিয়া ইসলাম তানহা (৭ম শ্রেণি) চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছে সহপাঠীরা। ইকরামুল তাহসিম এবং তাসফিয়া ইসলাম তানহা দু’জনেই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়ার মোঃ মনিরুজ্জামান মনির এর সন্তান।

তাদের বাবা মোঃ মনিরুজ্জামান মনির জানান, তার দুই সন্তান বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করায় আনন্দ প্রকাশ করে বলেন, এই অর্জনের জন্য সে ও তার পরিবারের সকলে খুবই আনন্দিত। তাদের পরবর্তী সাফল্য কামনায় সকলের নিকট থেকে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেন, বাংলাদেশের সব জায়গায় খেলাটি ছড়িয়ে দিতে পারলে আরো ভালো ভালো খেলোয়াড় আমরা পাবো। বিশ্ব পর্যায়ের আমরা ভালো ফলাফল পেয়েছি। ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাবো।

জুজুৎসু অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম নিউটন বলেন, আমাদের খেলোয়াড়রা খুব ভালো প্রশিক্ষণ নিয়েছে। তাই আমরা বিশ্ব পর্যায়ে অনেক ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। আমি সমস্ত খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

বাংলাদেশ সময়: ০:৪৭:০৫   ১০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ
কিশোর-কিশোরীদের খেলামুখী করছে লালমোহনে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম: সাকিব
‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’
আলোচনায় না থেকেও এশিয়া কাপে বিজয়, যা বললেন সাকিব

আর্কাইভ