
স্পোটর্স ডেস্ক ॥
২৫ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শুরুটা দেখেশুনে করলেও এরপর চড়াও হন দু’জনেই। ফলে সমৃদ্ধ হতে থাকে পাকিস্তানের ইনিংস। ¯পর্শ করে তিন অঙ্কের ঘর।
১০৯ বলে ৮৬ রানের জুটি গড়ে তুলেন দু’জনে। দু’জনেই ছুটছিলেন ফিফটির দিকে। বাবর পারলেও এই মাইলফলক আর ¯পর্শ করা হয়নি রিজওয়ানের। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার রান আউট হয়ে ফেরেন ৫০ বলে ৪৪ রান করে।
রিজওয়ান ফিরতেই কমে আসে পাকিস্তানের রানের গতি। এরই মাঝে ফেরেন আগা সালমানও, ১৪ বলে ৫ করে ফিরেন তিনি। পরের ওভারেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন বাবর। ইফতেখারকে নিয়ে এবার ইনিংস ধরে রাখার চেষ্টা করছেন তিনি।
বুধবার (৩০ আগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাউন্ডারি হাঁকিয়েই ইনিংস সূচনা করেছিলেন ফখর জামান। তবে ষষ্ঠ ওভারে, ২০ বলে মাত্র ১৪ রান করে ফিরেছেন তিনি। ফলে ২১ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।
পরের ওভারেই ফেরেছেন ইমাম উল হকও। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি। ১৪ বলে ৫ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার। ২৫ রানের ভেতর ২ উইকেট হারিয়ে তাই বিপাকে পাকিস্তান। ৬ ২৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। বাবর ৭৬ বলে ৫৬ ও ইফতেখার অপরাজিত আছেন ২ বলে ২ রানে।
বাংলাদেশ সময়: ১৮:৩২:২২ ৬১ বার পঠিত