রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর

প্রচ্ছদ » খেলা » রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



---

স্পোটর্স ডেস্ক ॥

২৫ রানে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। শুরুটা দেখেশুনে করলেও এরপর চড়াও হন দু’জনেই। ফলে সমৃদ্ধ হতে থাকে পাকিস্তানের ইনিংস। ¯পর্শ করে তিন অঙ্কের ঘর।

১০৯ বলে ৮৬ রানের জুটি গড়ে তুলেন দু’জনে। দু’জনেই ছুটছিলেন ফিফটির দিকে। বাবর পারলেও এই মাইলফলক আর ¯পর্শ করা হয়নি রিজওয়ানের। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার রান আউট হয়ে ফেরেন ৫০ বলে ৪৪ রান করে।

রিজওয়ান ফিরতেই কমে আসে পাকিস্তানের রানের গতি। এরই মাঝে ফেরেন আগা সালমানও, ১৪ বলে ৫ করে ফিরেন তিনি। পরের ওভারেই ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন বাবর। ইফতেখারকে নিয়ে এবার ইনিংস ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাউন্ডারি হাঁকিয়েই ইনিংস সূচনা করেছিলেন ফখর জামান। তবে ষষ্ঠ ওভারে, ২০ বলে মাত্র ১৪ রান করে ফিরেছেন তিনি। ফলে ২১ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

পরের ওভারেই ফেরেছেন ইমাম উল হকও। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি। ১৪ বলে ৫ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার। ২৫ রানের ভেতর ২ উইকেট হারিয়ে তাই বিপাকে পাকিস্তান। ৬ ২৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান। বাবর ৭৬ বলে ৫৬ ও ইফতেখার অপরাজিত আছেন ২ বলে ২ রানে।

বাংলাদেশ সময়: ১৮:৩২:২২   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ
কিশোর-কিশোরীদের খেলামুখী করছে লালমোহনে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম: সাকিব
‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’
আলোচনায় না থেকেও এশিয়া কাপে বিজয়, যা বললেন সাকিব

আর্কাইভ