‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার

প্রচ্ছদ » খেলা » ‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



---

স্পোটর্স ডেস্ক ॥

শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকার কাছে একটা প্রশ্ন ছিল বেশ অনুমিত। তার দলের চারজন মূল বোলার ইনজুরিতে পড়েছেন। কীভাবে মানিয়ে নেবেন তাদের ছাড়া? এই প্রশ্নের জবাবে হাতে থাকা দলটা যথেষ্ঠ ভালো বলে মন্তব্য করেছেন শানাকা।

সঙ্গে মিডল অর্ডার এই ব্যাটার হুঙ্কার ছেড়েছেন। এশিয়া কাপে প্রথম ম্যাচটা তারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে। সুপার ফোরে যেতে পারলে সবগুলো ম্যাচ হোমে পাবে তারা। টি-২০ ফরম্যাটে গত বছর এশিয়া কাপ জেতা শানাকা মনে করিয়ে দিলেন, কিছু সুবিধা তো তারা পাবেনই।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, ‘আমরা আমাদের ঘরের মাঠে খেলছি। তার মানে কিছু সুবিধা আমরা বেশি পাবো। হ্যা, ইনজুরির কারণে কিছু খেলোয়াড় এশিয়া কাপে অংশ নিতে পারছে না। কিন্তু আমি নিশ্চিত যারা দলে আছে তাদের নিয়ে আমরা ভালো দল, আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারবো।’

ঘরের মাঠে খেলাও তো চ্যালেঞ্জিং। প্রত্যাশা পূরণের চাপ থাকে। তারওপর শ্রীলঙ্কা সর্বশেষ আসরের চ্যা¤িপয়ন। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জও আছে। শানাকা বিষয়টি নিয়ে বলেছেন, তাদের ওপর কোন চাপ নেই।

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও শ্রীলঙ্কাকে আসরের ফেবারিট মানছেন। এশিয়া কাপে দারুণ সাফল্য আছে লঙ্কানদের। শিরোপার বিচারে ইতিহাসের দ্বিতীয় সফলতম এশিয়ার দল তারা। সাকিবের মতে, ইতিহাস তো পক্ষেই কথা বলবে!

তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তান আসরের ফেবারিট, তাদের নিয়ে কথা হওয়াই স্বাভাবিক। তবে শ্রীলঙ্কাও ফেবারিট। তারা অনেকবার এশিয়া কাপ জিতেছে। এশিয়া কাপও কোন ছোট টুর্নামেন্ট নয়, এর দারুণ ইতিহাস আছে। পূর্বে দুর্দান্ত কিছু ম্যাচ হয়েছে এই আসরে। আমরা টুর্নামেন্টটা গুরুত্ব সহকারে নিচ্ছি।’

বাংলাদেশ সময়: ১৮:৩০:০৯   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ
কিশোর-কিশোরীদের খেলামুখী করছে লালমোহনে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম: সাকিব
‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’
আলোচনায় না থেকেও এশিয়া কাপে বিজয়, যা বললেন সাকিব

আর্কাইভ