স্পোটর্স ডেস্ক ॥
এশিয়া কাপের দল ঘোষণার আগে থেকেই আলোচনা-সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে; কিন্তু সাবেক এই অধিনায়কের সুযোগ হয়নি এশিয়া কাপে।
কিন্তু যাকে নিয়ে কোনো আলোচনাই হয়নি তিনি সৌভাগ্যবশত এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে গেছেন। একাদশেও তার সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করছেন।
এশিয়া কাপ খেলতে যাওয়ার ঠিক আগের দিনে জ্বরে আক্রান্ত হন ওপেনার লিটন কুমার দাস। অসুস্থতার কারণে তার এশিয়া কাপের স্বপ্ন শেষ।
লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় অনাকাক্সিক্ষতভাবেই সুযোগ এসেছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া ওপেনার এনামুল হক বিজয়ের কাছে।
বিজয়কে বাংলাদেশ থেকে উড়িয়ে শ্রীলংকায় নিয়ে গেছেন টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়; কনকাশন হতে পারে, ছোটখাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওই দিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে (এনামুল) দলে নেওয়া।
সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেট কিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’
হঠাৎ করে এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে বিজয় বলেন, আমাকে চট্টগ্রামে টাইগার্সের ম্যানেজার বলেছেন অনুশীলন করতে থাকো, ডাক আসতে পারে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর জন্য।
বাংলাদেশ সময়: ১৮:২৭:৩৫ ১১৯ বার পঠিত