সাইফার মামলায় ১৪ দিন রিমান্ডে ইমরান খান

প্রচ্ছদ » আন্তর্জাতিক » সাইফার মামলায় ১৪ দিন রিমান্ডে ইমরান খান
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের রিমান্ড ১৪ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে অ্যাটোক জেলেই থাকতে হচ্ছে।

জিয়ো নিউজ জানিয়েছে, গোপন তারবার্তা প্রকাশ (সাইফার মামলা) মামলায় ইমরানের বিরুদ্ধে ¯েপশাল কোর্টের বিচারক আবুল হাসনান জুলকারনাইন রিমান্ডের বুধবার এই আদেশ দেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে মামলার শুনানি করছিলেন তিনি।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জেলের ভেতরেই আদালত বসিয়ে শুনানি অনুমোদন করে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদ- স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এ মামলায় জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশও দিলেও সাইফার মামলায় তাকে কারাগারেই আটক রাখার নির্দেশনা দেয় সরকারি গোপন নথি আইন বিশেষ আদালত।

বর্তমানে ‘মিসিং’ বা হারিয়ে যাওয়া সেই কূটনৈতিক ডকুমেন্ট নিয়ে মামলা চলছে। গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগে একটি রাজনৈতিক র‌্যালিতে ওই কূটনৈতিক ডকুমেন্ট প্রদর্শন করেছিলেন ইমরান।

এদিকে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন বোন আলেমা খান, উজমা খানম ও সাবেক ফার্স্টলেডি বুশরা বিবি। অ্যাটক জেলে বন্দি আছেন তিনি, পাঁচ দিন আগে অনুমতি চাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট অনুমতি দেন।

বৈঠকের সময়, ইমরানের বোন এবং স্ত্রী বুশরা বিবিসহ চার সদস্যের আইনি দলের সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:০৯:২৬   ৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লিবিয়ায় মৃত্যুর সংখ্যা চার হাজারে নামাল জাতিসংঘ
কানাডা থেকে ভারতের শীর্ষ কূটনীতিক বহিষ্কার
নির্বাচনে কারচুপি, আফ্রিকার গ্যাবনে সেনা অভ্যুত্থান
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে জুলাই থেকে অস্থিরতায় নিহত ১৮৩: জাতিসংঘ
অশান্ত মণিপুরে গুলির লড়াই, নিহত ২
পিটার্সবার্গে সমাহিত প্রিগোজিন, দুর্ঘটনা তদন্তে মস্কোর না
সাইফার মামলায় ১৪ দিন রিমান্ডে ইমরান খান
‘সবচেয়ে শক্তিশালী’ হামলা প্রতিহত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী
রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের বিমানবন্দরে ড্রোন হামলা
দাবানলে পুড়ে ছাই হাওয়াই, নিহত বেড়ে ৫৩

আর্কাইভ