বোরহানউদ্দিনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

জেলার বোরহানউদ্দিন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় জেলা তথ্য অফিসের উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুম, কাচীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রব কাজী।

পরে তথ্য অফিসের উদ্যেগে বোরহানউদ্দিন পৌর এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক প্রচারণা চালানো হয়।

এছাড়াও জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন তার স্বাগত বক্তব্যে বলেন, ১৫ই আগস্ট বাঙালি জাতির জীবনের কলঙ্কময় একটি দিন। এই দিনে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যাকরা হয়। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় তখন তার বাড়িতে উপস্থিত থাকা সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এসময়ে তার দুই কন্য শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায়। তাই ১৫ই আগস্ট বাঙালি জাতি শোক দিবস হিসেবে পালন করে। এ দিনে প্রত্যেক বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

বাংলাদেশ সময়: ০:০৫:৪৪   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২
বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১৯টি মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর
বোরহানউদ্দিনের মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় কিশোরীর মরদেহ উদ্ধার
বোরহানউদ্দিন থানা পরিদর্শনে এসে সকলের ভালোবাসায় সিক্ত হলেন পুলিশ সুপার
বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণে আলোচনা সভা
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করল বোরহানউদ্দিন থানা পুলিশ
বোরহানউদ্দিনে ছাত্রলীগ নেতা ও পরিবারকে হত্যা ও নির্যাতনের হুমকি
বোরহানউদ্দিনে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে অধিক দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বোরহানউদ্দিনে ৩ কেজি গাঁজাসহ আটক-২

আর্কাইভ