আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় নারী বান্ধব হাসপাতাল নির্মাণে করণীয় শীর্ষক এক কর্মশালা সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান। ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডাঃ সালাহ উদ্দিন, ডাঃ সাইফুর রহমান, ডাঃ তাইয়েবুর রহমান, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু এবং গণপূর্ত, পৌরসভা, নার্সিং ইনস্টিটিউট, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
কর্মশালা উপলক্ষ্যে পাওয়ার পয়েন্টে বিশেষ প্রতিবেদন তুলে ধরেন, ইউনিসেফ প্রতিনিধি ডাঃ আসিফ।
সভায় ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যাগুলোর সমাধানে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান। এছাড়া হাসপাতালে মাতৃদুগ্ধ কর্ণার, নারীদের নামাজের স্থান, মহিলা ওয়ার্ডে পুরুষের প্রবেশ বন্ধসহ হাসপাতালকে নারীবান্ধব হাসপাতাল হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ২৩:২৪:৩০ ১১১ বার পঠিত