তজুমদ্দিনে ভোক্তা অধিকারের অভিযান তিন ডায়াগনষ্টিক ও এক দোকানের জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ভোক্তা অধিকারের অভিযান তিন ডায়াগনষ্টিক ও এক দোকানের জরিমানা
শনিবার, ১৯ আগস্ট ২০২৩



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেয়ায় বাজার তদারকির অভিযান চালিয়ে ৩টি ডায়াগনষ্টিক ও একটি মুদি দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ বিস্কুট থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ থেকে দুপুর পর্যন্ত উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তজুমদ্দিন থানা পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা তাদেরকে সহযোগিতা করে।

জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে ততজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডেঙ্গু পরীক্ষা-নিরিক্ষায় সরকার নির্ধারিত ৩শ টাকার পরিবর্তে ৫শ টাকা নেয়ায় তজুমদ্দিন ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ২হাজার টাকা, এ বর ডায়াগনষ্টিক সেন্টারকে ৩হাজার টাকা, মেসার্স নিউ ফেমাস ডায়াগনষ্টিক সেন্টারকে ৩হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে মেসার্স হাসনাইন ষ্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

জানতে চাইলে ভোলা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু পরীক্ষা নিরিক্ষায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ায় ৩টি ডায়াগনষ্টিক ও মোয়া উত্তীর্ণ বিস্কুট রাখায় একটি মুদি দোকানে বাজার তদারকির অভিযান চালিয়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে জানা তিনি।

বাংলাদেশ সময়: ১:৩৮:৩৫   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাজারে আলু উধাও, দাম নিয়ে ক্ষোভ ক্রেতাদের
বোরহানউদ্দিনে অধিক দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বোরহানউদ্দিনে ৩ কেজি গাঁজাসহ আটক-২
পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে পানের বরজ কর্তন
ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
কোস্টগার্ডের অভিযানে ইলিশায় ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
চরফ্যাশনে পল্লীবিদ্যুতের ট্রান্সমিটার ওভারলোডের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে ব্যবসায়ীরা!
লালমোহনে বাজার মনিটরিংয়ে অ্যাসিল্যান্ড, ৬ দোকানির জরিমানা
লালমোহনে কারিগরি এইচএসসি (বিএমটি) পরীক্ষা কেন্দ্রে জালিয়াতি
প্রতারক মাহে আলমের শাস্তি দাবি ॥ সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ভুক্তভোগীরা

আর্কাইভ