তজুমদ্দিনে জোরপূর্বক জমি দখল নিতে বিধূ ভূষনের পরিবারের উপর হামলা

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে জোরপূর্বক জমি দখল নিতে বিধূ ভূষনের পরিবারের উপর হামলা
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে জমির জবর দখল নিতে বিধূ ভূষণ সোমের পরিবারের উপর কয়েক দফা হামলার অভিযোগ ওঠেছে সন্ত্রাসী সিরাজ, কামাল হোসেন ও জলিলসহ ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই সন্ত্রাসীদের সেল্টারে রয়েছে প্রাণ কৃষ্ণ হাওলাদার ও ব্যাংকার পলাশ ওরফে রাজু। বুধবার (১৬ আগস্ট) ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিধু ভূষণ অভিযোগ করেন, পৈত্তিক জমিজমার অংশ হিসেবে তার জেঠাতো ভাই’র কাছ থেকে ২১ দশমিক ৬২ শতাংশ জমি তাকে দেয়া হয়। ওই জমি রেজিস্ট্রি করে দেয়ার জন্য টাকাও গ্রহণ করেন তার জেঠাতো ভাই। দীর্ঘ ৩০ বছর ওই জমি তিনি ভোগ দখল করে আছেন। কিন্তু তার ভাই দীর্ঘ দিন এলাকায় নেই। তিনি দেশ ত্যাগ করেন। ফলে ওই জমির দলিল সম্পাদনের জন্য তারা ২০২১ সালে আদালতে মামলা করেন। ওই মামরা চলমান থাকা অবস্থায় হঠাৎ করে চলতি বছরের মার্চ মাসে ওই জমি রাজু তার মায়ের নামে দলিল করেছেন দাবি করে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন। চলতি মাসের ৬ আগষ্ট ও ৮ আগষ্ট সন্ত্রাসীদের নিয়ে বাড়ির গাছপালা কাটতে থাকে। এতে বাধা দিয়ে বিধু ভূষণ, তার স্ত্রী প্রতিমা রানীকে বেধরক পিটিয়ে কুপিয়ে আহত করে। দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসা নিলেও তজুমদ্দিন থানায় অভিযোগ দিতে গেলে তারা মামলা বা অভিযোগ নিতে অপরাগতা প্রকাশ করেন। বর্তমানে সন্ত্রাসীরা আমাকে ওই বাড়ি ত্যাগ করে চলে যাওয়ার জন্য হুমকী দিচ্ছে বলেও অভিযোগ করেন বিধু ভূষণ।

এদিকে সিটি ব্যাংকে কর্মরত পলাশ ওরফে রাজু জানান, ওই জমি তার মামা বিশ^ নাথ সোম তার মাকে এ বছরের মার্চ মাসে দানপত্র করে দিয়ে যান। তবে ওই দানপত্র দলিলে বিশ^াজিত সোমের কোন জাতীয় পরিচয়পত্র নম্বর ছিল না। অভিযোগ রয়েছে বিশ^জিত বর্তমানে ভারতীয় নাগরিক। বাংলাদেশে তার কোন জাতীয় পরিচয়পত্র নেই। তাই ওই দানপত্র দলিল জাল বা জালিয়াতি করা হয়েছে বলেও দাবি বিধু ভূষনের।

বাংলাদেশ সময়: ১:০৯:৩৪   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাজারে আলু উধাও, দাম নিয়ে ক্ষোভ ক্রেতাদের
বোরহানউদ্দিনে অধিক দামে পন্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা
বোরহানউদ্দিনে ৩ কেজি গাঁজাসহ আটক-২
পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে পানের বরজ কর্তন
ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ
কোস্টগার্ডের অভিযানে ইলিশায় ১৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
চরফ্যাশনে পল্লীবিদ্যুতের ট্রান্সমিটার ওভারলোডের কারণে দুর্ঘটনার ঝুঁকিতে ব্যবসায়ীরা!
লালমোহনে বাজার মনিটরিংয়ে অ্যাসিল্যান্ড, ৬ দোকানির জরিমানা
লালমোহনে কারিগরি এইচএসসি (বিএমটি) পরীক্ষা কেন্দ্রে জালিয়াতি
প্রতারক মাহে আলমের শাস্তি দাবি ॥ সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার ভুক্তভোগীরা

আর্কাইভ