জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী: এমপি শাওন

প্রচ্ছদ » তজুমদ্দিন » জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী: এমপি শাওন
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



---

গাজী আঃ জলিল তজুমদ্দিন ॥

নির্বাচনী এলাকার তজুমদ্দিনে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যস্ততম দিন কেটেছে। সোমবার (১৪ আগস্ট) দিনব্যাপী তিনি দুটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নিজ অর্থায়নে ফ্রি আইসিটি প্রশিক্ষণ ও আইসিটি ল্যাব উদ্বোদন এবং হাসপাতালে অসহায় রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেন।

দলীয় সুত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈন উদ্দিনের সভাপতিত্বে ও দুপুর ১ টায় অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার একটি শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। যার মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। নারী শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তির ব্যবস্থা করেছে। আগামীতে শেখ হাসিনা আবারো সরকার গঠন করতে পারলে শিক্ষাখাতে আরো ব্যাপক উন্নতি হবে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর লালমোহন ও তজুমদ্দিনে অসংখ্য স্কুল কলেজ স্থাপন করেছি। যেগুলি জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় এমপিওভুক্ত করতে পেরেছি।

তিনি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল শিক্ষাঙ্গন ছিল ছাত্রদলের সন্ত্রাসীদের দখলে। শিক্ষা খাতে ব্যাপক লুটপাটের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা। সে কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

অপরদিকে দুপুর ১২টায় চাঁদপুর মহিলা আলীম মাদ্রাসায় এমপি শাওন নিজ অর্থায়নে বেকার যুককদের নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ ও মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক আপ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইসিটি প্রশিক্ষণের পরিচালক সাদির হোসেন রাহীম।

এরপর তিনি চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার আইসিটি ল্যাব উদ্বোধন করেন। তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে মধ্যাহ্ন ভোজের পর বিকেল ৪ টায় তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসারত রোগীদের খোঁজ খবর নেন এবং গরিব ও অসহায় রোগীদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেন। দিনব্যাপী কর্মসূচিতে এমপি শাওনের সাথে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, মো: রাসেল মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হিসেবে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ০:১৬:৩১   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত
লালমোহনে খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া
তজুমদ্দিনে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ
তজুমদ্দিনে ভোক্তা অধিকারের অভিযান তিন ডায়াগনষ্টিক ও এক দোকানের জরিমানা
তজুমদ্দিনে জোরপূর্বক জমি দখল নিতে বিধূ ভূষনের পরিবারের উপর হামলা
জাতীয় শোক দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলায় বিএমএসএফ’র আলোচনা ও দোয়া মোনাজাত
জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী: এমপি শাওন
তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন
তজুমদ্দিনে মুজিবর্ষের ঘরের চাবি হস্তান্তর, সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়
তজুমদ্দিনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

আর্কাইভ