
গাজী আঃ জলিল, তজুমদ্দিন ॥
তজুমদ্দিন উপজেলায় প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্ব বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা দোয়া মুনাজাত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শেখ কামালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা অফিসার ইনচার্জ মাকছুদুর রহমান মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ সুমন পাটোয়ারী, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল্যাহ কিরন, কৃষি অফিসার নাজমুল হুদা, তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জাকির তালুকদারসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতিকে ক্ষতি কারার উদ্দেশ্যে শহীদ শেখ কামালসহ শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। এ ছাড়াও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৭ ৭৫ বার পঠিত