আজ বৃষ্টি নাচে

প্রচ্ছদ » সাহিত্য ও সংস্কৃতি » আজ বৃষ্টি নাচে
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩



---

শরীফুল আলম

 

যোজন দূরে থাক তুমি

যেমন বৃষ্টি থেকে সমুদ্র থাকে দূরে

তবুও তো তারা প্রায় একই, মেঘ আর সমুদ্র

মাঝখানে শুধু নীল আসমান,

বাতাস কাঁপে, বৃষ্টি নাচে, ঠিক তোমারই মতো

আর আমি?

চিড়িয়াখানার বাঘের মতো কেবলই সার্কেলে ঘুরি।

 

অসামাজিক প্রণয় আমি কোনো দিনই চাইনি

তোমার দোপাট্টার ফাতনা বাতাসে উড়–ক

না, এমনটিও আমি চাইনি

ওসব ধানাইপানাই কম বুঝি আমি

আমি কবিতার মানুষ

আমার কাছে একটা কবিতা মানেই একটা চুমু,

তোমার কথা ভাবলেই বিশুদ্ধ বাতাসের কথা মনে পড়ে যায়

তোমার কথা ভাবলেই আকাশের খুব কাছাকাছি পৌঁছানো যায়

তোমার কথা ভাবলেই

আমার যে কোনো অস¤পূর্ণ কবিতা স¤পূর্ণ হয়ে যায়

তোমার কথা ভাবলেই

অস¤পূর্ণ গল্প পূর্ণাঙ্গ গল্প হয়ে যায়

তোমার কথা ভাবলে

প্রথাহীন উল্লাসের কথা মনে পড়ে যায় ,

তুমি আজ স্বচ্ছ সিল্ক কিম্বা নাইটি পরেছ

কম কাপড়ের ¯ি¬ভলেস

এমন দেখলে চিরল জিভে শিষ চলে আসে

তোমাকে এমন দেখলে

অর্ধেক মন্ত্র বলা আমার প্রায় শেষ হয়ে যায়

তবুও টাটকা সবুজ

দুপক্ষের কাজ কী আর একপক্ষে হয়?

তাই স্বতন্ত্র ভালোবাসা ছুড়ে দিতে চাই তোমার কক্ষপথে।

 

আমার বড় বেশি জানতে ইচ্ছে হয়

তোমার মনের কতটা গভীরে তুমি রেখেছ আমায়?

তোমার হৃদয়ে নিরবচ্ছিন্ন কতটা খেলা করি আমি?

তোমার মায়াময় লোভ, নিঃশ্বাসের ঘ্রাণ

তোমার কেঁপে উঠা ঠোঁট,

আহা, যেন রসালো আস্বাদ

মনে হয় বিস্ময়ে গোটা পৃথিবী যেন তাক লেগে যায়।

 

বাইরে এখন রোদের তীব্র শাসন

ভিতর বাহির ক্রমশ তাপমাত্রার ভিড়

অথচ গোপন রহস্য গুলো ঝুম উল্লাসে ব্যাস্ত,

ওসব ভাবলে আমার চিৎকারের মাত্রা বেড়ে যায়

যৌবনের রাজত্বকাল বেড়ে যায়

তোমার ঠোঁট, ঠোঁটের অহংকার

দ্রাঘিমারেখার ঝুমবৃষ্টি,

তোমার আজ লঘু মেজাজ

তাই  ইচ্ছে হয় আজ তোমার হৃদয়ে স্থাপন করি

রোশনাই রেশমি শাহী কাবাব

ইচ্ছে হয় তোমার  উচাটন মনে আজ

রঙিন ঘুড়ি উড়াই অন্তর খুঁড়ে।

 

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৫   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য ও সংস্কৃতি’র আরও খবর


উপন্যাস : রীতি ও প্রকৃতি
সায়ীদ আবুবকরের কাব্যকৃতি
আধুনিক কবিতায় ছন্দের ব্যবহার
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটিতে ভোলার অতনু ও বাঁধন
মহাশ্মশান মহাকাব্য কবি কায়কোবাদের অমর সৃষ্টি
জীবনের কল্যাণই সাহিত্যের মৌলিক অনুষঙ্গ
হুমায়ূন আহমেদ : অনন্য কথাশিল্পী
আল মাহমুদ ॥ কিছু স্মৃতি কিছু কথা
ইয়াদ আলীর ঈদের ছুটি
দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় সাহিত্য মেলা শুরু

আর্কাইভ