
আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোঃ তারিম (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকালের বোরহানউদ্দিন খেয়াঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এদিকে স্থানীয়রা জানান, ইট বোঝাই একটি ট্রাক খেয়াঘাট থেকে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে বাইসাইকেলযোগে আসা স্কুল ছাত্রকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা স্কুল ছাত্রকে বোরহানউদ্দিন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্কুল ছাত্র পৌর ৭নং ওয়ার্ডের বাঁদল খলিফার ছেলে ও কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, অপমৃত্যু মামলা হবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০:২১:৪২ ১৭৫ বার পঠিত