স্টাফ রিপোর্টার ॥
গতকাল ভোলা সিনিয়র সিটিজেন ক্লাবে জ্যেষ্ঠ সিনিয়র এবং সর্ব কনিষ্ঠ সিনিয়র সিটিজেনদ্বয়ের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা কলেজের এক সময়ের দাপুটে এবং সকল শিক্ষার্থীদের প্রিয়ভাজন শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন, মিসেস জেবুননেছা ম্যাডাম। পরে যিনি ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। অপরজন তারই প্রিয় ছাত্র ভোলা সরকারী কলেজ থেকে সদ্য অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। গতকাল এ দুই শিক্ষাবিদকে ভোলা সিনিয়র সিটিজেন এর পক্ষ থেকে কেক কেটে সু-স্বাগত (অভিষেক) জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ হোসেন মিলু, চরফ্যাশন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল গফুর, সাবেক ফুড কর্মকর্তা আলহাজ্ব আবদুল হামিদ মিয়া, সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সাবেক সোনালী ব্যাংকের ম্যানেজার আবুল কাশেমসহ সরকারী, বেসরকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।