বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় ১ বছরের কারাদ-প্রাপ্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম (৩০)কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন ও সহকারি উপ-পরিদর্শ মোঃ আলমাসসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে বোরহানউদ্দিন পৌরসভা থেকে ইব্রাহিম কে গ্রেফতার করে।
ইব্রাহিম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া শুক্রবার দুপুরে বলেন, একটি মাদক মামলায় ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী মোঃ ইব্রাহিমকে ১ বছরের কারাদ-ে দেন। ইব্রাহিম দীর্ঘদিন পলাতক ছিল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে শুক্রবার সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।