আজকের ভোলা রিপোর্ট ॥
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে ‘জেলা-উপজেলা প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ মে) রওজাতুল কুরআন মাদ্রাসার অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব আহমদ ফরিদ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন।
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হাফেজ ইব্রাহিম আরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল মোমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে ব্যাপকহারে ইসলামের পক্ষে দাওয়াত দিতে হবে। দেশের পট পরিবর্তনে যুবকরা বার বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এখনও জান-মালের বিনিময়ে প্রতিষ্ঠিত তাগুতকে দূর করতে হবে এবং সমাজের সর্বত্র পূর্নাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে যুবকরা ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে।