বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোটারদেরকে বাধা, এজেন্ট বের করে দেয়া, ভোট বর্জনসহ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো চরপাতা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন

প্রচ্ছদ » জেলা » ভোটারদেরকে বাধা, এজেন্ট বের করে দেয়া, ভোট বর্জনসহ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো চরপাতা ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন
শুক্রবার, ২৬ মে ২০২৩



এইচ এম জাকির ॥

ভোটারদেরকে বাধা প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, পোলিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অনিয়ম, প্রার্থীর বসত ঘরে হামালা ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন সহ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হলো ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচ।নির্বাচনের ফলাফলের দিক থেকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ৭৫৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদারের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৯০ ভোট। এছাড়া হাত পাখা পেয়েছেন ১৪৫, মোটরসাইকেল ৩৯ ও চশমা প্রতীকে পেয়েছেন ৩১ ভোট।

---

এদিকে বৃহ¯পতিবার (২৫ মে) অনুষ্ঠিতব্য দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রেই দেখা গেছে, ভোট শুরুর পূর্বেই আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদারের সকল এজেন্টদেরকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই এর সমর্থকরা। বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকটি কেন্দ্রে প্রশাসনের সহায়তায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদেরকে পুনরায় প্রবেশ করার সুযোগ করে দিলেও ঘন্টাখানেক পরে একই ভাবে তাদেরকে আবার কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার। একইভাবে ভোটারদেরকে কেন্দ্রে প্রবেশ করতে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে। তাছাড়া সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সহায়তায় চলেছে জাল ভোটের মহোৎসব। এ ধনের আরো বহু অনিয়মের বিষয় নিয়ে কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ করেও তেমন কোনো আসানরূপ ফলাফল না পাওয়ার অভিযোগও তুললেন নাজিম উদ্দিন। এ ধরনের বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে পুরো নির্বাচনকে একটি নীল নকশা ও প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার  নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন। এ সময় তিনি এই নির্বাচনকে লোক দেখানো ও পাতানো নির্বাচন বলে অভিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করার অনুরোধ জানান।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়নটিতে ২৩ হাজার ৫’শত ৫৪ ভোটারের মধ্যে ভোট শুরু হওয়ার আড়াই ঘন্টা পেড়িয়ে গেলেও ইউনিয়নটির ১, ৪, ৬, ৭ ও ৮নং ভোট কেন্দ্রে দেখা যায়নি তেমন কোন ভোটারদের উপস্থিতি। এই সময় ওই কয়টি কেন্দ্রে ভোট কাষ্ট হয়েছে মাত্র ৪’শত ৩৫ টি। স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট বের করে দেয়া, কেন্দ্রে ও কেন্দ্রের বাহিরে নৌকা প্রার্থীর বল প্রদর্শন, পোলিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের অনিয়মের অভিযোগ ভোটারদের মুখে মুখে।

আনারস প্রতীকের প্রার্থীর একাধিক সমর্থকরা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থীর সশস্ত্র ক্যাডার বাহিনীর ভোটারদেরকে কেন্দ্রে যেতে নানাভাবে বাধা প্রদান করেন। শাহাবুদ্দিন মাঝি নামে এক ভোটার বলেন, আমি আনারস প্রতীকে ভোট দিব এটা ভেবেই নৌকার লোকজন আমাকে কেন্দ্রের প্রবেশ করতে দেয়নি। পথের মধ্য থেকেই আমি সহ আমার পরিবারের সকল কি ধাক্কা দিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। সিরাজ মিয়া, শাহজাহান বেপারী, শামসুদ্দিন লুৎফুন্নাহার, কোহিনুর বেগমসহ একাধিক ভোটাররা বলেন, ভোট কেন্দ্রে যাওয়া তো দূরের কথা কেন্দ্রের বাইরে থাকতেই নৌকার লোকজন আমাদেরকে নানা হুমকি ধামকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।

এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ম.আব্দুল হাই বলেন, নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে চলছে। আমার প্রতিপক্ষ আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার পরাজিত হওয়ার আশঙ্কাই আমাদের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে। এমন কি শান্তিপূর্ণ নির্বাচন টিকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

অন্যদিকে হিন্দু গুলোতে দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিরুদ্ধেও ভোটারদের অভিযোগের অন্ত  ছিলো না। ভোট দিতে আসা অধিকাংশ নিরক্ষর ভোটাররা বলেছেন, এমন করে কোনো দিনও ভোট দিইনি। কেমনে ভোট দিতে হয় তাও জানি না। এক স্যার এসে আমাদের সঙ্গে গিয়ে ভোট দিয়ে দিছে। তবে কোথায় ভোট দিলাম বুঝতেও পারলাম না।

এবিষয়ে চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭নং ওয়ার্ডের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আব্দুল হাদি ঘটনার সত্যতা শিকার করে বলেন, এই বিষয়ে আমার সহকারী প্রিজাইডিং অফিসার বিজয় চন্দ্র মজুমদারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। যাহাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

তবে কেন্দ্রের মধ্যে যাই হয়েছে বাহিরের পরিবেশ ছিলো অনেকাংশেই সুষ্ঠু ও স্বাভাবিক। কোথাও বড় ধরনের তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনটি দাবি করে দৌলতখান উপজেলা নির্বাচন অফিসার শফিকুজ্জান বলছেন, ভোট পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারন ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থা রাখা হয়েছে। দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। এমন পরিস্থিতিতে কেউ ভোট বর্জন করলে আমাদের কিছু করার নেই।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি ২০২৩ তারিখ আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিত চেয়ারম্যান ম. কাজল ইসলাম তালুকদারের মৃত্যুতে এই ইউপির চেয়ারম্যান পদ শুন্য হলে ২৫ তারিখ উপনির্বাচনের আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশনার।

 

বাংলাদেশ সময়: ০:৪৮:২৩   ২৩২ বার পঠিত