আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় মাননীয় প্রধানমন্ত্রী’র দেওয়া গুচ্ছোগ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।
বৃহ¯পতিবার (২৫মে) বিকেলে ভোলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র দেওয়া গুচ্ছো গ্রামের প্রান্তিক অঞ্চলের মা-বোনদের সাথে সাক্ষাৎ করেন ড. শান্ত।
এসময় ড. শান্ত বলেন, আজ ভোলায় বঙ্গবন্ধু কন্যার দেওয়া একটি গুচ্ছোগ্রাম দেখতে গিয়েছিলাম। প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম সহনীয় করার জন্যই আমরা রাজনীতি করি, আগামী দিনগুলোতে তাদেরকে সাথে নিয়েই একটি সুন্দর ও ন্যায্য সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
পরিদর্শনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।