লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে পুকুরে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- মহেষখালি এলাকার দাইম উদ্দিনের ছেলে মনির (৪৯) ও গাইমারা এলাকার ফারুকের ছেলে রিহান (৪)। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে ডুবে মারা যান মো. মনির। অপরদিকে দুপুরে রিহানের মৃত্যু হয়েছে।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সোমবার পানিতে ডুবে মারা যাওয়ার দুটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো অভিযোগ না পেয়ে লাশ যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।