প্রতারণার দায়ে জেল জামিনে এসে হুমকি

প্রচ্ছদ » অপরাধ » প্রতারণার দায়ে জেল জামিনে এসে হুমকি
বুধবার, ১৭ মে ২০২৩



স্টাফ রিপোর্টার ॥

জমি বিক্রির বিষয়ে প্রতারণার ঘটনায় ১৫ দিন জেল খেটে জামিনে এসে এবার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দৌলতখান উপজেলার চরপাতা এলাকায় নুরুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন একই এলাকার মরিয়ম বেগম নামের এক নারী।

মরিয়ম বেগম অভিযোগ করেন, তার শ্বশুর বড়ির দিকের আত্মীয় নুরুল ইসলামের কাছ থেকে ২০১০ সালে ৫৮০নং খতিয়ানে ৫২৬১/৫২৬২/৫২৬৩সহ ১০টি দাগে মোট ৮শতাংশ জমি কিনেন। এর ৬ মাস পূর্বে নুরুল ইসলাম ক্রয় সুত্রে ওই জমির মালিক হয়েছিলেন। নামজারি ও জমা খারিজ করতে সময় লাগবে এমন কারণ দেখিয়ে নুরুল ইসলাম ওই সময় মরিয়মকে দলিল দিতে পারেন নি। তবে জমি বিক্রির কথা উল্লেখ করে স্ট্যাম্পে লিখিত দিয়ে ৩০ হাজার টাকা নিয়েছেন নুরুল ইসলাম এবং সেই সময় মরিয়মকে জমির দখল বুঝিয়ে দেন। দীর্ঘদিন ধরে বলার পরও নুরুল ইসলাম জমির দলিল দিতে গরিমসি করে। এক পর্যায়ে মরিয়ম বেগম আদালতে প্রতারণার অভিযোগে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেন। প্রতারণার মামলায় নুরুল ইসলাম ১৫দিন জেল খাটেন।

মরিয়ম বেগমকে ওই জমির দলিল করে দিবেন এমন শর্তে জামিন নেন নুরুল ইসলাম। কিন্তু জামিনে এসে দলিল না দিয়ে উল্টো  ক্ষিপ্ত হয়ে মরিয়ন বেগমকে মারধর ও হুমকি ধামকি দিচ্ছেন এবং ওই জমি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন বলেও জানান। মরিয়ম বেগম অভিযোগ করেন, দীর্ঘ ১৩ বছর পর নুরুল ইসলাম এখন তাকে দলিল না দিয়ে জমির দখল ছেড়ে দেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে।

আদালতে মামলা রয়েছে তা এবিষয়ে নুরুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

 

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩২   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ১২০ মণ মাছ জব্দ
মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ীকে আটক
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
ভোলায় সাড়ে ৩ হাজার কেজি অবৈধ মাছ জব্দ করেছে কোস্টগার্ড
মুখে গামছা বেঁধে সিসিটিভি বন্ধ করেও রক্ষা পেল না চোর
মেঘনায় ১৫ হাজার তরমুজ নিয়ে ডুবে গেল ট্রলার, উদ্ধার-৬ নিখোঁজ-১
ভোলায় ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলের কারাদন্ড
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক
ভেজাল সেমাই তৈরি, লালমোহনে ৩ কারখানাকে জরিমানা



আর্কাইভ