বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনপুরায় দৈনিক আজকের ভোলা প্রতিনিধির পিতার মুত্যু ॥ বিভিন্ন মহলের শোক

প্রচ্ছদ » জেলা » মনপুরায় দৈনিক আজকের ভোলা প্রতিনিধির পিতার মুত্যু ॥ বিভিন্ন মহলের শোক
রবিবার, ১৪ মে ২০২৩



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরা উপজেলা দৈনিক আজকের ভোলার প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দি ডেইলি অবজারভার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ জুয়েলের পিতা হাজী মোঃ বশির উল্লা মৃত্যুবরণ করেন। শনিবার ভোর রাত ১টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফসার্পোট থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি এক স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, দৈনিক আজকের ভোলা সম্পাদক ও ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক নয়াদিগন্ত ও এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত শাহিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সম্পাদক অহিদুর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া ও সম্পাদক গিয়াস উদ্দিন আযম, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এদিকে দূর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে মরহুমের মৃতদেহ ঢাকার সিএমএইচ হাসপাতালে ফ্রিজিং করা হয়েছে। আবহাওয়া ভালো হলে লঞ্চযোগে মনপুরায় নিয়ে গিয়ে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন, মরহুমের বড় সন্তান মনপুরা উপজেলা যুগান্তর প্রতিনিধি মোঃ আবদুল্লাহ জুয়েল।

 

বাংলাদেশ সময়: ০:২১:৪১   ২৩০ বার পঠিত