বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » ভোলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ৮ মে ২০২৩



---

মোকাম্মেল হক মিলন ॥

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা ব্র্যাংকেরহাট মডেল মসজিদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-চৌধুরী ওয়াজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে মক্কা-মদিনায় গিয়ে আমাদের জন্য দোয়া করবেন ও দেশের জন্য শান্তি সমৃদ্ধি কামনা করবেন আপনারা আল্লাহর নির্দেশিত পথগুলো অনুসরণ করে চলার জন্য ও আপনাদের সুস্থতা কামনা করছি।

ইসলামিক ফাউন্ডেশনের ভোলা উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক-ই-লাহী চৌধুরী আরো বলেছেন ইসলাম প্রচারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তার কর্ম পরিধি প্রসার করেছেন জারি সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলায় একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে ইতিমধ্যে সকল মুসলমানদের কাছে প্রশংসা অর্জন করেছেন আমরা তার জন্য দোয়া করব যেন তিনি ইসলামিক মূল্যবোধ ও চেতনা সমুন্নত রাখতে পারেন। আপনার সত্যি ভাগ্যবান নিজ জেলায় বসে আজ পালন করতে যাওয়ার প্রশিক্ষণ পেতে পারছেন আমরা আশা করি আপনারা সেখানে আল্লাহর দরবারে আমাদের জন্য দেশের জন্য বেশি বেশি করে সমৃদ্ধি কামনা করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা মাসউদুর রহমান। প্রশিক্ষণ প্রদান করেন চিকিৎসা বিষয়ক সিভিল সার্জন অফিসের ডাক্তার মোঃ শাকিলুর রহমান, ইমাম সমিতির সভাপতি মীর বেলায়েত হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন ভোলা মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাশেমী। অনুষ্ঠান উপস্থাপনা করেন, ফিল্ড অফিসার মোঃ মনিরুল ইসলাম এবং সার্বিক দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মাসুম বিল্লাহসহ অন্যান্যরা। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শেখ ফরিদ।

 

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৩   ১৭০ বার পঠিত