
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভোলার কৃতি সন্তান ইব্রাহিম ভুইয়া সাগর। গত বৃহ¯পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, ইব্রাহিম ভূঁইয়া সাগর ভোলা সদর পৌর ৬ নং ওয়ার্ডের জিয়া সুপার মার্কেটের বিশিষ্ট আদি গার্মেন্টস ব্যবসায়ী ওওয়েস্টার্ন পাড়ার নিবাসী মরহুম আব্দুল কুদ্দুস ভুইয়ার কৃতি সন্তান। এরআগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় (রাজীব-আকরাম) কমিটির সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ছিলেন।
ইব্রাহিম ভুইয়া সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনো অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
এদিকে, ইব্রাহিম ভুইয়া সাগর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির বিভিন্ন সংগঠন ও শুভাকাক্সক্ষীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০:৩৪:০৫ ১০৫ বার পঠিত