ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩



---

সাহাদাত শাহিন ॥

ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করা হয়। এসময় ভোলা জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভোলা জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এইচ এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস্ট শরীফ মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা জেলা আইনজীবী সমিতির  সভাপতি অ্যাড. মোঃ সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. ইফতারুল হাসান শরীফ, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু, জিপি নুরুল আমিন নুরুন্নবী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা অসহায় ও দরিদ্র সাধারণ বিচারপ্রার্থীদের আইনী সহায়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫০   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি
বিচারক সোহেল আহম্মেদ স্মরণে ভোলায় ফুলের শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া
ভোলায় ৫০-৪০ বছর আইনপেশায় নিয়োজিত আইনজীবীদেরকে সংবর্ধনা
ভোলায় জাতীয়বাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচি
ভোলায় পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত
অ্যাটর্নি জেনারেলকে তদবির ॥ ভোলায় চাকরিচ্যুত নাজির মাহে আলম রিমান্ডে
আদালতে মিথ্যা তথ্য দিয়েছেন ডিজিএম! ওজোপাডিকোর এলাকায় তড়িঘড়ি করে পল্লীবিদ্যুতের লাইন সম্প্রসারণের চেষ্টা
ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভা

আর্কাইভ