
সাহাদাত শাহিন ॥
ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করা হয়। এসময় ভোলা জেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ভোলা জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ এইচ এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেস্ট শরীফ মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ বিচারকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. ইফতারুল হাসান শরীফ, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু, জিপি নুরুল আমিন নুরুন্নবী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অসহায় ও দরিদ্র সাধারণ বিচারপ্রার্থীদের আইনী সহায়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫০ ১৬৯ বার পঠিত