ভোলায় অমলানন্দ সেবাশ্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রচ্ছদ » জেলা » ভোলায় অমলানন্দ সেবাশ্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প
সোমবার, ২৪ এপ্রিল ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় অক্ষয় তৃতীয় উৎসবে বাপ্তার অমলানন্দ সেবা শ্রামে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ডাক্তার শুভ কুমার ভৌমিক ৩ দিনের এই ক্যাম্পের দায়িত্ব পালন করেন। সোমবার পর্যন্ত এই ক্যাম্পে ২০০ জনকে সেবা প্রদান করা হয়। গুরু অবধূত  যুবসেবা সংঘের আয়োজনে এই ক্যাম্পে একজন চিকিৎসকের পাশপাশি মেডিকেল কলেজের শিক্ষার্থী সোমা, সৌরভ গাঙ্গুলীসহ যুব সংঘের সদস্যরা সহযোগিতা করেন। ছিলেন এলাকার পল্লী চিকিৎসক তপন চক্রবর্তী।

---

মন্দির কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট শংকর গাঙ্গুলী জানান, এই সেবা শ্রমে ধর্মীয় আত্মাতিক সাধানার পাশাপাশি এখানে দরিদ্র মানুষদের সেবা প্রদান করা হয়। এর অংশ হিসেবে এবার অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানে ৩ দিনের মেডিকেল ক্যাম্প চালু করা হয়। সকাল থেকে অনুষ্ঠানে অংশ নেয়া ভক্তদের পাশাপাশি এলাকার সাধারন মানুষ এই সেবা নিতে ছুটে আসেন। সেবাশ্রমের সভাপতি সিনিয়র এ্যাডভোকেট রবীন্দ্র নাথ দে জানান, ২০০৬ সালে গুরু ও সাধক অশাকানন্দ ব্রক্ষ্মচারীর উদ্যোগে এই এলাকায় শ্রেবাশ্রম প্রতিষ্ঠা করা হয়। এখানে ধর্মীয়  আধ্যাাত্মিক সাধানার পাশপাশি প্রতিবন্ধী মানুষদের বিশেষ সেবা প্রদান করা হয়। এলাকার কলেজ শিক্ষক পাপন চন্দ্র দে জানান, এবারের মেডিকেল ক্যাম্প স্থাপনে এলাকার মানুষ পেশার মাপা, ডায়াবেকটিস পরীক্ষা করা, চিকিৎসা পরামর্শ নেয়ারও সুযোগ পেয়েছেন। এই ধরা অব্যাহত রাখার দাবি জানান প্রাথমিক স্কুল শিক্ষক পলাশ চ্যাটার্জী, দোকানদার পলাশ দে। চিকিৎসা নিতে আসা ৬৫ বছরের আরতি মজুমদার জানান, বিনা টাকায় তিনি ডাক্তার দেখাতে পেরেছেন। এদিকে অক্ষয় তৃতীয়া অনুষ্ঠানের ৪ দিনে কয়েক হাজার ভক্ত অংশ নেন। এজন্য ছিল দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা।

 

বাংলাদেশ সময়: ২২:০৯:০৯   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার
দৌলতখানে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
রিকশার প্যাডেল চেপে জীবিকা জোগান বৃদ্ধ মালেক
ভোলা-ঢাকা নৌপথের কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকান্ড
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার



আর্কাইভ