বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়

প্রচ্ছদ » খেলা » ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গজনবী স্টেডিয়াম মাঠে টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয় বনাম চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। খেলার শুরুতেই প্রথমে টসে জিতে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল)ব্যাটিং করে অল উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। তারই জবাবে চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল ব্যাটিং করতে নেমে অল উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে।
৫৬ রানে জয়লাভ করে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) চ্যাম্পিয়ন হয়। টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের অয়ন সাহা ৪২ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ হন। ক্রিকেট ম্যাচ পরিচালনা করেছিলেন তৌহিদ চৌধুরী ও মাইনউদ্দিন।

---

উল্লেখযোগ্য প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ভোলায় ৪টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। বিদ্যালয় গুলো হল টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম হাইস্কুল, চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়। গত ২১ তারিখে উদ্বোধনী ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছিল।
ফাইনাল খেলা শেষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ভোলায় গজনবী স্টেডিয়াম মাঠে দুপুরে ক্রিকেট লীগের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ এবং প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট লিগ ২০২২-২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ভোলা, রিপন কুমার সাহা খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন তোমাদের মধ্যে থেকেই যেন শাকিবুল হাসান তৈরি হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া অফিসার শাফাযয়াতুল ইসলাম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফয়েজ আহমেদ নাসিম, সাধারণ স¤পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী নির্বাহী সদস্য সুমন খান, রাজিব হোসেন তরুণ, আরিফ হোসেন লিটন, ভোলা জেলা ক্রিকেট কোচ নজরুল হুদা গোফরান ও ইমরান, টাউন কমিটির মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন পলাশসহ খেলোয়াড়, শিক্ষক, দর্শক ও সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৯   ২৪৫ বার পঠিত