বিশেষ প্রতিনিধি ॥
ভোলা লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হোসেন হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
হোসেন হাওলাদার জানান, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের পক্ষে কাজ করি। বিভিন্ন সভা সমাবেশে বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের বিভিন্ন কর্মকা- নিয়ে সমালোচনা করি। এ প্রতিপক্ষের কর্মী মাসুমের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। অপরদিকে আবু নোমান হাওলাদার (সিআইপি) এর পক্ষে মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে ফারুক নামে এক যুবলীগ কর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল নামক এলাকার বাসিন্দা। মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে মন্নান মৃধা ও মহসিন মৃধা ফারুকের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।