
গাজী মোঃ আঃ জলিল, তজুমদ্দিন ॥
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসময় দলিল ও চাবি গ্রহণকারী দরিদ্র লোকদের উদ্দেশ্য করে এমপি শাওন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র লোকদের ভালোবাসেন, এবং তাদের উন্নয়নে নিরলসভাবে কাজ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দলীয় দায়িত্বশীল ও সরকারি কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২:৫২:০১ ১৫২ বার পঠিত