বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

তজুমদ্দিনে মাহে রমযানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত

প্রচ্ছদ » ইসলাম » তজুমদ্দিনে মাহে রমযানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত
বুধবার, ২২ মার্চ ২০২৩



হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥
মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে ভোলার তজুমদ্দিনে মিছিল ও স্বাগত র‌্যালী করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা। বুধবার (২২ মার্চ) আছরবাদ শশীগঞ্জ উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় নেতারা বলেন, রমযান মাস আতœসংযমের মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রিয় বান্দা সুযোগ রয়েছে। এ মাসেই আতœগঠনের মাধ্যমে তওবা করে মুত্তাকী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই মুসলমানরা রমযানের পবিত্রতা করবে। দিনের বেলায় হোটেল রেস্তরা বন্ধ, অশ্লীল বেহায়াপনা বন্ধ ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতেও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

---

সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাও. হারুনুর রশিদ, সম্পাদক মাও. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. মহিবুল্যাহ, ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মামুনুর রশিদ, মদিনাতুল উলুম হোসাইনিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মো. মোসলেহ উদ্দিন, শিক্ষক মাও. মো. জাফর, তজুমদ্দিন থানা জামে মসজিদের খতিব মো. আব্দুর রহীম, মাও. আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৯   ২৮৯ বার পঠিত