বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চক্ষুরোগীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন

আজকের ভোলা রিপোর্ট ॥
নিজাম-হাসিনা ফাউন্ডেশন তাদের পরিচালিত নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালে অতিদরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে যাতায়াতের জন্য একটি আধুনিক মানের এসি-বাস উপহার দিয়েছে। শুধু যাতায়াত নয়, এ চক্ষু হাসাপাতালে বিনামূল্যে চোখের সকল চিকিৎসা ও অস্ত্রপচার করা হয়। ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী শনিবার দুপুরে বাসটিতে চড়ে চলে উদ্বোধন করেছেন।

---

এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক মো. নিজাম উদ্দিন আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মালেক, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ঢাকার ইস্পাহানী ইসলামীয়া চক্ষু হাসপাতালের গ্লুকোমা বিভাগীয় প্রধান ডা. সৈয়দ জাহাঙ্গীর কবীর, প্রকল্প পরিচালক ডা. এম আর খান, সাংবাদিক শিক্ষক মনির সাঁজওয়াল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের পরিচালক বলেন, নিজাম-হাসিনা ফাউন্ডেশন নিজাম-হাসিনা চক্ষু হাসপাতাল ২০১০ সালে প্রতিষ্ঠা করেছে। চক্ষু চিকিৎসার সঙ্গে সঙ্গে চক্ষুরোগীর আনুসাঙ্গীক সব চিকিৎসা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ১৩ বৎসরে প্রায় ৪ লাখ চক্ষুরোগীর চিকিৎসা করা হয় এ হাসপাতালে। এরমধ্যে ৭৫হাজার রোগীর চোখে অস্ত্রপচার হয়েছে।
পরিচালক আরও বলেন, ভোলা একটি দ্বীপজেলা। প্রায় ১১৫কিমি লম্বা। দূর-দূরান্ত থেকে আসা বেশির ভাগ রোগী অর্থাভাবে যথাসময়ে চোখের চিকিৎসা করাতে পারে না। তা ছাড়া অস্ত্রপচার পরবর্তী সময়ে রোগীদের বাড়ি যাতায়াতে সমস্যা দেখা দেয়। তাই ফাউন্ডেশন রোগীদের বিনামূল্যে হাসপাতালে যাতায়াতের জন্য একটি আধুনিক বাসের ব্যবস্থা করেছে। সপ্তাহান্তে ভোলার প্রত্যেক উপজেলা থেকে নির্ধারিত দিনে ও সময়ে বাসটি ছেড়ে আসবে। আবার চিকিৎসা শেষে পৌছে দিয়ে আসবে।


এ বিভাগের আরো খবর...
ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা
বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ
২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ
ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ
ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই
দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর
মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ! মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ!
ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি চক্ষুরোগীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করলো নিজাম-হাসিনা ফাউন্ডেশন
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)