আদিল হোসেন তপু ॥
ভোলা সরকারি কলেজের ৬০ বছর পূর্তিতে হিরক জয়ন্তী উৎসব পালন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে ভোলা জেলা পরিষদের কনফারেন্স রুমে হীড়ক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা হয়েছে।
ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় বক্তরা বলেন, আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ২ দিন ব্যাপী হিরক জয়ন্তী উৎসব হবে।এই মিলন মেলায় প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠনসহ নানা অনুষ্ঠানের উদ্দ্যোগ নেয়া হয়েছে। সভায় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন ভিপি আবদুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহবুদ, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা কলেজের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ভোলা কলেজের বাংলা বিভাগের সহকারী প্রভাষক ফিরোজ মাহমুদ, ভোলা কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী আজিজুল ইসলাম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আকতার স্বপ্নসহ রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।