তজুমদ্দিনে দিনব্যাপী জেলে উৎসব, উচ্ছ্বাসিত মেঘনা পাড়ের জেলেরা

ছোটন সাহা ॥
নদীতে মাছ ধরেন জেলেরা। সারাক্ষণ নদীতে থাকায় তাদের বিনোদনের সময় হয়ে উঠে না। উপকূলের সেই সব জেলেদের নিয়ে আয়োজন করা হয়েছে জেলে উৎসবের। দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে তজুমদ্দিন উপজেলা মৎস্যজীবী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনকে ঘিরে ছিলো উচ্ছ্বাস আনন্দ। বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠেন জেলে এবং তাদের পরিকারের সদস্যরা। এ জন্য তারা আয়োজদের ধন্যবাদ জানান।

---

আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় বেকার  দিন কাটাচ্ছিলেন মেঘনার জেলেরা। ওইসব জেলেদের আনন্দ দিতে ভোলার তজুমদ্দিনে আয়োজন করা হয় জেলে উৎসবের। এতে মেঘনার কয়েক হাজার জেলে অংশ অংশ নিয়েছে।
কাবাডি, বেত খেলা, হাড়ি ভাঙ্গা, ফুটবল, সেফটিপিন ও ঘুঁড়ি উড়ানো প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরস্কার জিতে  নেন জেলে এবং তাদের পরিবারের শিশুরা। এমন উৎসবে অংশ ননিতে পেররে  খুশি তারা।
জেলে আঃ রহিম, সাজাহান ও সেলিমসহ অন্যরা জানান, আমরা নদীতে মাছ ধরি, বিনোদনের কোন সময় হয় না, এখন মাছ ধরা বন্ধ তাই বেকার দিন কাটাচ্ছিলাম। খুব খারাপ লাগছিলো। কিন্তু এ উৎসবে আসতে পেরে অনেক ভালো লাগছে। আমরা দুঃখ কষ্ট ভুলে গেছি। খুব ভালো লাগছে।
প্রতিযোগীতায় জেলেদের সাথে উচ্ছ্বাসিত কোমলমতি শিশুরাও। তারাও অংশ নিয়েছে  গ্রামীণ খেলায়। জেলে শিশু মুনিয়া, শান্তা ও মারজিয়া বলেন, আমাদের খুব ভালো লাগছে, আমরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়েছি। এমন আনন্দ কখনও হয়নি।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন বলেন, ভোলার প্রতি বঙ্গবন্ধুর নাড়ীর টান রয়েছে। তিনি  জেলেসহ সব মানুষকে ভালোবাসতেন। আর তাই আনন্দ বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতেই এমন আয়োজন করা হয়েছে। এতে জেলেরা অনেক খুশি। উৎসবে ১০ হাজার জেলে অংশ নিয়েছে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করে প্রধান অতিথি সাংসদ নুরুন্নবী চৌধূরী শাওন। বিভিন্ন প্রতিযোগীতায় ৩ শতাধিক জেলে অংশ নিয়েছে।


এ বিভাগের আরো খবর...
ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা
বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ
২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ
ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ
ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই
দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর
মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ! মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ!
ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

তজুমদ্দিনে দিনব্যাপী জেলে উৎসব, উচ্ছ্বাসিত মেঘনা পাড়ের জেলেরা
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)