বুধবার, ২০ মার্চ ২০২৪

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

প্রচ্ছদ » জেলা » হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩



রাকিব হাওলাদার ॥
ভোলা সদরের পরানগঞ্জস্থ নারী বিদ্যাপিঠের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

---

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ সিরাজুল ইসলাম শাওন, কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, শান্তির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, গুপ্তমুন্সি মুজাফফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন বাহার প্রমূখ। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মদ মুন্তাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা সিরিন তুলি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে ষষ্ঠ-দশম শ্রেণী পযন্ত সকল ক্লাসে মেধা তালিকায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৯   ২৮৫ বার পঠিত