চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় দোকানীর ওপর হামলা, দোকান ভাংচুর আহত ৫

চরফ্যাসন প্রতিনিধি ॥
চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় শাজাহান কমান্ডার (৬৫) নামের এক বৃদ্ধ দোকানীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী মো. মাকসুদসহ তার দলবলের বিরুদ্ধে। এসময় হামলাকারীরা তার দোকান ভাংচুর করে লুটে নেয় দোকানের মালামাল। হামলাকারীদের কবল থেকে বৃদ্ধ দোকানীকে উদ্ধারে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকে ও মারধর করা হয়। এসময় বৃদ্ধ দোকানীসহ তার পরিবারের ৪ সদস্য আহত হন। এতেই ক্ষান্ত হননি হামলাকারীরা মারধরের আহত বৃদ্ধ দোকানীর পরিবারের সদস্যদের বাজারেই অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় দোকানীর পরিবারের ৫ সদস্যকে সন্ধ্যায় উদ্ধার করে চরফ্যাসন হাসাপাতালে পাঠান।
গত বুধবার (১৫মার্চ) বিকালে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় স্লুইসঘাট বাজারে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
চরফ্যাশন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ শাজাহান কমান্ডার অভিযোগ করে জানান, তিনি ও তার ছেলে অলিউল্লাহ ওই বাজারের একটি ছোট মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। প্রায় সময় স্থানীয় প্রভাবশালী মাকসুদ নানান অজুহাতে তার দোকানে এসে মালামাল বাকীতে নিয়ে যান। টাকা চাইলে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। বুধবার ফের মাকসুদ তার দোকানে গিয়ে বাকীতে সদায় নিয়ে চলে যাওয়ার সময় তার ছেলে অলিউল্লাহ টাকা চাইলে তার সাথে তর্কে বাধে এবং টাকা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। পরে দোকানের  পাওনা টাকা নিয়ে তর্কে জের ধরে প্রভাবশালী মাকসুদের নেতৃত্বে রিয়াদ হাওলাদার, হসনাত , ইমন ও লিমনসহ কয়েক জনের একটি সংঘবদ্ধ চক্র দোকানে এসে ভাংচুর শুরু করেন। এসময় তিনি এবং তার ছেলে তাদের কবল থেকে দোকান রক্ষা
করতে গেলে তাদেরকে এলোপাতারী মারধর করে হাত-পাঁ ভেঙ্গে ওই বাজারে অবরুদ্ধ করে রাখেন। বাজারের অপর ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে তার দুই পুত্রবধু ও মরিয়ম বেগম ও রুমা বেগম এবং ছেলে জামিস উদ্দিন এলে তাদেরকেও মারধর করে বাজারে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে পাঠিয়েছেন।
অভিযুক্ত মাকসুদ জানান, সামন্য কথার কাটাকাটি নিয়ে শাজাহান কমান্ডারের পরিবারের সদস্যরা দলবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা করেছে। দোকান ভংচুরের বিষয় সঠিক নয়।
দক্ষিণ আইচা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় এখন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


এ বিভাগের আরো খবর...
ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা ইসলামী ব্যাংক ঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা
বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ বর্তমানে টাকার অভাবে কোন মানুষ বিচার থেকে বঞ্চিত হয় নাঃ ভোলায় তোফায়েল আহমেদ
২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ ২ ফেরি বিকল, ঘাটেই নষ্ট হচ্ছে অর্ধকোটি টাকার তরমুজ
ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ ইলিশায় ধরা পড়ল ৬মণের শাপলাপাতা মাছ
ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই ভোলায় মার্কেটে আগুন লেগে ৩ দোকান পুড়ে ছাই
দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত দুর্গম চর এলাকায় প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর লালমোহনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা ॥ যুবলীগ কর্মীকে মারধর
মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ! মহরী কামালের খুঁটির জোর কোথায়? ঘুষ না দিলে হয়না কোন কাজ!
ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু ভোলায় মন্দির সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ শুরু
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

চরফ্যাশনে পাওনা টাকা চাওয়ায় দোকানীর ওপর হামলা, দোকান ভাংচুর আহত ৫
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)