বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মনপুরায় গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য আটক
সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩



মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এই সময় ওই চক্রের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। সোমবার দুপুর ২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকা থেকে চোর চক্রের তিন সদস্যসহ তিনটি গরু উদ্ধার করে ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা পুলিশের একটি টিম।

---

আটককৃত চক্রের তিন সদস্য হলেন, বাবুল ব্যাপারি (৪৫), লোকমান (২৫)। এদের দুইজনের বাড়ি মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭নং ওয়ার্ডে। অপর সদস্য হলেন চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার ৮নং ওয়ার্ডের বাসিন্দা জামালের ছেলে সোহাগ (২৫)।
ঘটনা সূত্রে জানা যায়, সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্য চরফ্যাসনের দক্ষিণ আইচা থেকে তিনটি গরু চুরি করে মনপুরায় বিক্রি করে। পরে পুলিশ ওই সংঘবদ্ধ চক্রের সদস্য সোহাগকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটককৃত সোহাগের জবানবন্ধির সূত্র ধরে দক্ষিণ আইচা থানার পুলিশের একটি টিম মনপুরায় এসে চক্রের অপর সদস্য বাবুল ব্যাপারি ও লোকমানের কাছ থেকে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করে। পরে চক্রের তিন সদস্যকে আটক ও উদ্ধার হওয়া তিনটি গরু দক্ষিণ আইচা থানায় নিয়ে যায় পুলিশ।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, দক্ষিণ আইচা পুলিশের একটি টিম ও মনপুরা পুলিশের সমন্বয়ে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটকসহ চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০৬   ২০২ বার পঠিত