বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

লালমোহনে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের নামে মামলা

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের নামে মামলা
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



স্টাফ রিপোর্টার ॥
ভরণপোষণ না দেওয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে মো. রাজা মিয়া (৬৫) নামে এক বাবা। তিনি ভোলার লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে গেইট এলাকার বাসিন্দা।
অভিযুক্ত ছেলেরা হলেন, মো. জসিম ও মো. রুবেল। তারা বান্দরবানে থাকেন। একজন কাঠের পাইকারি ব্যবসায়ী ও অন্যজন সিএনজির ব্যবসা করেন।
মো. রাজা মিয়া জানান, দুই ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু দীর্ঘ আট বছর ধরে তার ভরণপোষণ তো দূরের কথা খোঁজ-খবরও নেন না। তাই ভিক্ষা করে জীবন চলে।
তিনি আরও জানান, সম্প্রতি অসুস্থ হওয়ায় ছেলেদের জানালেও তারা গুরুত্ব দেননি। তাই বাধ্য হয়ে দুই ছেলের বিরুদ্ধে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমোহন থানায় মামলা করি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, ওই বৃদ্ধ বাবা শুক্রবার রাতে তার দুই ছেলের নামে মামলা করেছেন। আমরা তার দুই ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২২:৩১:১৭   ২১৮ বার পঠিত