বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় বর্ণাঢ্য আয়োজন ॥ পিঠা উৎসব, বাহারি পিঠা বানিয়ে খুশি শিক্ষার্থীরা

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্ণাঢ্য আয়োজন ॥ পিঠা উৎসব, বাহারি পিঠা বানিয়ে খুশি শিক্ষার্থীরা
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



---

ছোটন সাহা ॥
আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং পিঠা পুলির সাথে নিজেদের পরিচিত করতে ভোলা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিক হয়েছে ‘পিঠা উৎসব’। দিনব্যাপী এ পিঠা উৎসবে মেতে উঠেন শিক্ষার্থীরা।
কলেজের বিভিন্ন ডিপারমেন্টের শিক্ষার্থীরা এ পিঠা উৎসবে অংশ নেয়। তাদের তৈরীকৃত বাহারি নামের ও আকারের পিঠা স্টলে প্রদর্শন করা হয়। মুখরোচক এসব পিঠা দেখতে ভীড় জমাচ্ছেন শিক্ষার্থী-দর্শনার্থীরা। শুধু তাই নয়, এ উৎসবকে আরও প্রানবন্ত করে তুলতে আয়োজন ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস চত্বরে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা তাদের তৈরীকৃত পিঠা স্টলে স্টলে সাজিয়েছেন। বাহারি নামের পিঠা পসরা সাজানো হয়েছে। কেউ বানিয়েছেন চন্দ্রপুলি, নকশি, খিরপুলি কেউবা ঝিনুক বা হৃদয় হরনসহ নানা নামের পিঠা। জামাই পিঠা ও বউ পিঠাও রয়েছে।
শিক্ষার্থীদের নিপুন হাতে বানানো এ পিঠা স্টলে প্রদর্শন করা হয়। পিঠার এমন মনমুগ্ধকর প্রদর্শন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এ যেন ক্যা¤পাস জুড়ে ফুটে উঠেছে  গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি।
পিঠা উৎসবে এমনি আয়োজন ঐতিহ্যবাহি ভোলা সরকারি কলেজের। যেখানে বিভিন্ন ডিপারমেন্টের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। কে কত সুন্দর ও আকর্ষনীয় করে পিঠা তৈরী করবেন সে প্রতিযোহীতাও ছিলো তাদের মাছে। পিঠা তৈরী করে বেশ উচ্ছাসিত শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, এখানে এসে পিঠার সাথে পরিচিত হয়েছি। এর আগে পিঠার নাম জানতাম না।
তানিয়া, সুলতানা, সাথী আক্তার ও মরিয়ম সহ কয়েকজন শিক্ষার্থী জানান, শীতের সময়ে পিঠার আবেদন থাকে। গ্রাম বাংলায় পিঠা দিয়ে অতিথি আপ্যায়ন হয়। কিন্তু সেই ঐতিহ্য অনেকটা বিলুপ্তির পথে। আমরা পিঠা উৎসবে এসে পিঠার সাথে পরিচিত হয়েছি। কিভাবে বানাতে হয় তাও জানতে পেরেছি।
গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে শীতের এমন পিঠার উৎসবের আয়োজন বলে জানান, ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহবায়ক এ বিএম মজিবুর রহমান। তিনি বলেন, এমন আয়োজনে শিক্ষার্থীরা উচ্ছাসিত। প্রতি বছরই ভোলা কলেজ এমন আয়োজন করে থাকে।
কলেজের অধ্যক্ষ গোলাম জাকারিয়া বলেন, পড়াশুনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেরর অংশ হিসাবে এ পিঠা উৎসবে আয়োজন। এতে বাঙ্গালীর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে। শিক্ষার্থীরাও পিঠার সাথে নিজেদের পরিচিত করতে পারবে।
প্রসঙ্গত, গত ৩ বছর করোনার কারনে হয়নি এ উৎসব। তবে এবার বিপুল উদ্দীপনায় অংশ নেয় কলেজে ১৬ টি ডিপারমেন্ট ও উচ্চ মাধ্যমিকের দুটি শাখার শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ এ পিঠা উৎসব।

বাংলাদেশ সময়: ২১:৫২:২২   ৩২৩ বার পঠিত