বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

প্রচ্ছদ » জেলা » ভোলায় ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
চলতি বছর ভোলা জেলায় ৩ লক্ষাধিক শিশুকে  ভিটামিন ‘এ‘ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন২০২৩ সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী ১৬শ ৮৯টি কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহ¯পতিবার দুপুরে ভোলার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের জন্য অরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমানের সভাপতিত্বে ডাক্তার ফাহিম সাকিব ¯¬াইড শো’র মাধ্যমে জানান, ভোলা জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮১৫ জন শিশুকে নীল রঙের ১ লক্ষ পাওয়ারের একটি এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪৪ হাজার ২৮০ জন শিশুকে ১টি করে ২ লক্ষ পাওয়ারের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় ভোলার ভার প্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার তৈয়বুর রহমান জানান, শিশুদের অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এ কার্যক্রম সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৯   ১৯৬ বার পঠিত