চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে নিজ ঘরের আড়াড় সাথে গলায় ফাঁস দিয়ে সানজিদা আক্তার (১৫) নামের এক দশম শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার ওই এলাকার মো.রুহুল-আমিন চৌকিদারের মেয়ে।এবং স্থানীয় শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে প্রতিদিনের ন্যায় পরিবারের সবার সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সানজিদা। সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব দেখে সানজিদার মা তার ঘরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান।পরে তার চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় শশিভূষণ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।