সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: ভোলার জেলা প্রশাসক

প্রচ্ছদ » খেলা » সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: ভোলার জেলা প্রশাসক
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥
শরীর ও মনকে সুস্থ্য রাখতে লেখাপড়ার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বর্তমান শিক্ষার্থীরা খেলাধুলা বাদ দেয়ার কারণে কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তারা যদি আগের মত পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের ব্যস্ত রাখত, তা হলে এ ধরনের অপরাধের সাথে জড়িত হতো না। তিনি আরো বলেন, সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় ভোলা সরকারী বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আমিও ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপশি স্কাউটিং, খেলাধুলাসহ বিভিন্ন কো-কারিকুলামে অংশগ্রহণ করেছি। এছাড়াও মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে বিরত থাকতে হলে অবশ্যই শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
বিদ্যালয়র প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম ছালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন রাঢ়ী, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু প্রমূখ। সকাল ১০টায় পায়ড়া ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়। এরপর দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। বিকাল ৪টায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর মোহাম্মদ হোসাইনী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সানি, শারমিন জাহান শ্যামলী, জান্নাতুল ফেরদাউস। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:১৮:২৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ