ভোলার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

প্রচ্ছদ » জেলা » ভোলার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



---

স্টাফ রিপোর্টার ॥
সাংবাদিকতায় বিশেষ অবদান রাখাসহ টানা ৬ষ্ঠ বারের মতো ভোলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানকে সংবর্ধনা জানিয়েছে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ। একই সাথে নব-নির্বাচিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ঢাকা থেকে এক বার্তায় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তাব্য রাখেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক বিবেক সরকার, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, এম এ তাহের, আব্দুর রাজ্জাক শশী, আসমত আলী, জুলফিকার আলী ও আরটিভি ও যুগান্তর জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সংবর্ধিত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান অত্যন্ত সাহসী এবং দেশপ্রেমিক একজন ব্যক্তি। মহান স্বাধীনতা যুদ্ধের সময় অংশ নিয়েছেন ও তখনো সাংবাদিকরতার জন্য কাজ করেছেন। তিনি ১৯৭০ সালেই তৎকালীন পাকিস্তান সররকার এর নির্বাচনের আগমুহূর্তে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূলীয় এলাকায় যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির সচিত্র প্রতিবেদন প্রকাশ করে পূর্বদেশ পত্রিকায়। এটা অত্যন্ত সাহসীকতার পরিচয় বহন করে। হাবিবুর রহমান এখনো সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন। তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধে সাংবাদিক এম হাবিবুর রহমানের বিশেষ অবদান রাখেন। তিনি বর্তমানে বাংলাদেশ বেতরের ভোলা জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন ও ভোলা থেকে তার সম্পাদনায় দৈনিক বাংলার কণ্ঠ প্রকাশিত হচ্ছে। যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে ততদিন ভোলাবাসী সাংবাদিক এম হাবিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। সংবর্ধিত প্রেসক্লাবের অন্যান্য নির্বাচিতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:১০:০৭   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় মহানবী (সা.)কে কটুক্তিকারীর সর্বোচ্চ বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
ক্যাপসিকাম চাষে ঝুঁকছেন ভোলার কৃষকরা
ভোলায় তরমুজের ক্রেতা নাই
ভোলায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর উদ্বোধন
ভোলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ভোলা ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ইলিশ মাছ রান্না না করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে



আর্কাইভ