স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিনে উত্তর কুড়ালিয়া আদর্শ সমিতির সভাপতি, সম্পাদক ও অর্থ বিষয়ক সম্পাদক সমিতির কোটি টাকার অর্ধে আত্মসাৎ করার অভিযোগে সমিতির সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১টায় বোরহানউদ্দিনের উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের মোসনের হাট সমিতির সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সমিতির সদস্যদের পক্ষে মো: আল আমীন (সদস্য) লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকার দারিদ্র লোকদের অধিক লাভের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালে ১লা সেপ্টেম্বর সভাপতি হিসেবে মো: আলমগীর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাজী, ও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোফাজ্জল হক মৃর্ধা সহ ২৪৩ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী একটি সমিতি গঠন করে। সমিতির আয় বৃদ্ধির লক্ষে সকল সদস্যদের আলাপ-আলোচনায় জনপ্রতি মাসিক ৩০০ টাকা করে উত্তোলন করে। এসব টাকা সুদে-মূল্যে মেয়াদ শেষে প্রত্যেক সদস্যদের ফেরত দেওয়া হবে। নিয়ম-মাফিক সদস্যরা তাদের টাকা পরিশোধ করে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এসব টাকা মাসিক ৫% লাভে সমিতি সদস্য ও বহিরাগত লোকদের কাছে বিতরণ করা হয়। পরিচালনা কমিটির বেতন, ভাতা, ঈদ বোনাস ও অন্যান্য অফিসিয়াল খরচ বাদ দিয়ে মেয়াদ শেষে তাদের টাকার পরিমান দাড়ায় ১ কোটি ২০ লাখ টাকা। মেয়াদ শেষে প্রাপ্য সমদয় টাকা চাইতে গেলে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ তাদের অশালীন ভাষায় ব্যবহার করে এবং হুমকি-ধামকি দেয়। যার প্রেক্ষতে সদস্যরা বাধ্য হয়ে গত ২৮-০৭-২০২২ তারিখে বড় মানিকা ইউনিয়ন পরিষদে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেও কোন সরাহ হয়নি।