ভোলায় গ্যাসের সন্ধান ॥ খুলছে সম্ভাবনা দ্বার, গ্যাসের ব্যবহার চান ভোলাবাসী

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় গ্যাসের সন্ধান ॥ খুলছে সম্ভাবনা দ্বার, গ্যাসের ব্যবহার চান ভোলাবাসী
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



ছোটন সাহা ॥
একের পর এক গ্যাসের সন্ধান মিলেছে দ্বীপজেলা ভোলায়। এতে নতুন করে সম্ভাবনার দ্বার খুলছে এ জেলায়। এ খনিজ সম্পদকে সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি গৃহস্থালি কাজে ব্যবহারের নিশ্চয়তা চান ভোলার মানুষ। একই সাথে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কর্মসংস্থান হবে বেকার যুবকদের। তাই ভোলার গ্যাস ভোলায় রাখতে চান এ জেলার মানুষ।

---

এদিকে ভোলা নর্থ-২ নামের নতুন একটি কূপে ৬২০ বিসিএফ ঘনফুট রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে বাপেক্সেও ভূ-তাত্ত্বিক বিভাগ।
এ বিভাগের মহা ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, ভোলা নর্থ-২ এর কুপে প্রাপ্ত গ্যাস মাটির ৩ হাজার ৪’শ মিটার নিচে রয়েছে যা প্রায় ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ভবিষ্যতে আরও কূপ খনন হইতে পারে। তিনি বলেন, ইতমধ্যে ৮টি কূপ খননের পর ৮টিতেই গ্যাসের সন্ধান মিলেছে। এছাড়া ইলিশা-১ নামের আরও একটি কুপ খনের অপেক্ষায় রয়েছে।
বাপেক্স জানায়, জেলায় শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের সর্বমোট ৮টি কূপের গ্যাসের সন্ধান মিলেছে, যার পরিমান ১দশমিক ৫ টিসিএফ ঘনফুট। ৮ম কুপ থেকে প্রতিদিন উত্তোলনযোগ্য গ্যাসের পরিমান ২০মিলিয়ন ঘনফুট।
একের পর এক গ্যাসের সন্ধান মেলায় সম্ভাবনার দ্বার খুলতে দক্ষিণাঞ্চলের এ জেলাটিতে। গ্যাস নির্ভর কল-কারখানা ও শিল্প ইন্ড্রাটি প্রতিষ্ঠার কথা ভাবছেন বিনিয়োগকারিরা। ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে শিল্পকারখানা এবং আবাসিক লাইনে তা ব্যবহারের দাবী ভোলাবাসীর।
তরুন সংগঠক আদিল হোসেন তপু বলেন, এ গ্যাস ব্যবহার হলে এখানে গ্যাস ভিত্তিক শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠবে। যার মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার শিক্ষিত যুবকদের কর্মসংস্থান হবে। তাই এর সঠিক ব্যবহারের দাবী জানাই।
স্থানীয় বাসিন্দা লোকমান, মিজান ও মাইনুদ্দিন বলেন, আমরা চাই গৃহস্থালী কাজে গ্যাস ব্যবহারের সুযোগ করে দেয়া হোক। ভোলার গ্যাসের মাধ্যমে ভোলার উন্নয়ন সম্ভব।
সচেতন মহল মনে করছেন, ভোলার গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একটি উন্নত সমৃদ্ধিশালী জেলায় রুপান্তিত হবে ভোলা।
বাপেক্স সুত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-ক¤পন জরিপের মাধ্যমে ভোলার সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় ভোলায় গ্যাসের ২য় খনির সন্ধান পায় বাপেক্স। সেখানে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রোমের মাধ্যমে একটি কুপ খননের পর গত বছরের ৫ ডিসেম্বর নতুন করে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে আরেকেটি কুপ খনন করে বাপেক্স। এটি জেলার ৮নং কুপ। গত ২৩ জানুয়ারি ওই কুপে প্রাথমিক পরীক্ষামূলক উত্তোলনে সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে নিশ্চিত করে বাপেক্সের প্রতিনিধি দল। বর্তমানে এ কূপে ৬২০ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সুত্র জানিয়েছে, ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুরের গ্যাস ক্ষেত্রের পর এটি জেলার ২য় খনি। এ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তুৃত। এটি পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে আরও কূপ খননের পরিকল্পনার কথা জানান ভূ-তাত্ত্বিক বিভাগ (বাপেক্স) মহা-ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন।
এরআগে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, আগামী বছরের অক্টোবর মাসে ভোলাসহ দখিনের ১০ জেলায় তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্স। আশা করা হচ্ছে এ জরিপে আরও গ্যাস পাওয়া যাবে।
এ ব্যাপারে ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম বলেন, ভোলায় রয়েছে বিপুল সম্ভাবনা, তাই আমরা এখানে শিল্পোক্তাদের আহ্বান জানাই যাতে তারা এখানে ইন্ড্রাস্ট্রি গড়ে তোলেন। এখানকার গ্যাস গৃহস্থালি কাজেও ব্যবহারের দাবী জানাই। তিনি বলেন, আগে ভোলার চাজিদা মেটানোর পর এ গ্যাস জাতীয় গ্রীডে দেয়া হোক। এখানে শিল্প প্রতিষ্ঠান হলে অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে।
প্রসঙ্গত, ১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫টিসহ জেলার আরও ৪টি ¯পটে মোট ৮টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘনফুট।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫২   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল



আর্কাইভ