বুধবার, ২০ মার্চ ২০২৪

ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিস তছনছ, কর্মকর্তাকে নাজেহাল, ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিস তছনছ, কর্মকর্তাকে নাজেহাল, ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



প্রেস বিজ্ঞপ্তি ॥
বিগত ২৩ জানুয়ারী দুপুরে জাহানারা আর্কেট, গ্রামীন জন উন্নয়ন সংস্থার ভোলা-৪ শাখা এর কার্যালয়ে সন্ত্রাসী রায়হান এর নেতৃত্বে ১৫/১৬ জনের একদল সন্ত্রাসী হানা দিয়ে অফিস তছনছ, সংস্থার জনৈক কর্মকর্তাকে নাজেহাল করাসহ ৫ লাখ টাকা চাদা দাবী করে। অফিসের কর্মকর্তা কর্মচারীদের ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। গ্রামীন জন উন্নয়ন সংস্থা, ভোলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীরা দুপুর ২টার দিকে সংস্থার কার্যালয়ে এসে অফিসের বস কে জানতে চায়। তাদেরকে জানানো হয় যে সংস্থা প্রধান এখানে বসেন না তা ছাড়া তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এরপর সন্ত্রাসীরা চড়াও হয়ে অফিসের অভ্যান্তরে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেন। কর্মকর্তাদের নাজেহাল করে ৫ লাখ টাকা চাদা দাবী করে। বিষয়টি সংস্থার উধ্বতন কর্তৃপক্ষ ভোলা থানাকে অবহিত করলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে সটকে পড়ে।
এ ব্যাপারে গ্রামীন জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃবৃন্দকে ঘটনা অবহিত করা হয়েছে এবং প্রশাসনসহ সরকারের উর্ধŸতন মহলে বিষয়টি জানানো হয়েছে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থা অবিলম্বে এ সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৮   ২৪৩ বার পঠিত