বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » জেলা » সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে ভোলায় শিবিরের বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩



এইচ এ শরীফ ॥
সুইডেনে কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ভোলা শহর শাখা। সোমবার (২৩ জানুয়ারি) ভোলা জেলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছেন মোঃ নকিব মাহমুদ, সভাপতি ভোলা শহর শাখা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আহম্মেদ হাসনাইন, শহর শাখার সেক্রেটারী মোঃ রায়হান মাহমুদ ভোলা সাংগঠনিক শাখার জেলা সভাপতি ও মোঃ জসিমউদদীন,জেলা সেক্রেটারী ও বিভিন্ন থানা ও স্থানীয় পর্যায়ের  প্রায় দুই শতাধিক ছাত্রশিবিরেন নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

---

মিছিলটি শহরের বিশ্ব রোডের মাথা থেকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের শেষ মাথা আনসার ভিডিপির কার্যলয় পর্যন্ত গিয়ে শেষ করে।
বক্তরা বলেন, সুইডেনের রাজধানী ষ্টকহোমে মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজীদ অবমাননার ঘটনায় মুসলমানদের হৃদয় চরমভাবে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কুখ্যাত এই কট্টরপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে মুসলিমদের খেপিয়ে উত্তেজিত করে  ধর্মীয় দাঙ্গা সংঘটিত করতে চায়।
আমরা বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ভোলা শহর শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহব্বান জানাচ্ছি এই রামুদার ফাঁসি কার্যকর করা হোক।
জেলা সেক্রেটারীর বক্তব্যে তিনি বলেন আমরা চাই বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের এই জঘন্যতম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অন্যদিকে বিতর্কিত তসলিমা নাসরিনের আজকের ফেইসবুক স্টাটাসে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মোহাম্মদ (সঃ)কে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর সাথে সাথে তসলিমা নাসরিনকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি আনার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৪   ৩৪২ বার পঠিত