স্টাফ রিপোর্টার ॥
গতকাল আঞ্জুমান মুফিদুল ইসলাম ভোলা জেলা শাখার উদ্যোগে হত দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। আনজুমান ভোলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ নাসির, আঞ্জুমানের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহের, কোষাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ খান, দাফন কাফন বিভাগের পরিচালক হাফেজ বনি আমিন, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বকর সিদ্দীক মোল্লা, মাইনুল হক চৌধুরী, সাইদুর রহমান মাসুদ, অফিস সুপার নাঈম আহসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়ে নিঃস্ব বঞ্চিত হতদরিদ্র ও কিছু ইয়াতিম শিশুদেরকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয়।
প্রকাশ: আঞ্জুমান মফিদুল ইসলাম ভোলা শাখার পক্ষ থেকে প্রতি বছর একাধিকবার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।